Wednesday, August 4, 2021

ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম সফল করতে নার্স / টিকাদানকর্মীদের প্রশিক্ষণ

জুবায়ের খন্দকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

আগামী ৭ই আগষ্ট থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ (মর্ডানা) টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তে নার্স ও টিকাদানকর্মীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেই মতে আগামী ৭ই আগষ্ট থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ৬শত নগরবাসীকে করোনা টিকা প্রদানের উদ্দেশ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন-জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, মেডিকেল অফিসার ডাঃ তাসমিয়া জান্নাতসহ নার্স ও টিকাদানকর্মীগণ।

প্রসঙ্গতঃ প্রশিক্ষণে ৭৩ জন নার্স / টিকাদানকর্মী উপস্থিত ছিলেন এবং সর্বমোট ২৭৩ জন নার্স / টিকাদানকর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও ওয়ার্ড পর্যায়ের টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণ ও সংযুক্ত কর্মকর্তাগণ ছাড়াও ২৯৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

 

Previous Post
Next Post
Related Posts

0 comments: